Sunday, July 21, 2013

গবিন্দগপাল এবং রাধারানী দেবীর গাওয়া এই গান কারো কাছে আছে? আমার কাছে টেপে ছিলো কিন্তু এখন আর নেই.. সুধু মনের মধ্যে গুন গুন করে ... আবার কানে শুনতে চাই ...
----~-----
শ্রীশ্রীমদনমোহনাষ্টক
জয় শঙ্খগদাধর নীলকলেবর, পীত পটাম্বর দেহী পদম্‌ ।
জয় চন্দনচর্চ্চিত কুন্ডলমন্ডিত, কৌস্তুভশোভিত দেহীপদম্‌
জয় পঙ্কজলোচন মারবিমোহন, পাপবিখন্ডন দেহি পদম্‌
জয় বেণুনিনাদক রাসবিহারক, বঙ্কিম সুন্দর দেহি পদম্‌
জয় ধীরধুরন্ধর অদ্ভুত সুন্দর, দৈবতসেবিত দেহি পদম্‌
জয় বিশ্ববিমোহন মানসমোহন, সংস্থিকারণ দেহি পদম্‌
জয় ভক্তজনাশ্রয় নিত্যসুখালয়, অন্তিমবান্ধব দেহি পদম্‌
জয় দুর্জ্জয়শাসন কেলীপরায়ণ, কালীয়মর্দ্দন দেহি পদম্‌
জয় নিত্যনিরাময় দীনদয়াময়, চিন্ময় মাধব দেহি পদম্‌
জয় পামরপাবন ধর্ম্ম পরায়ণ, দানবসুদন দেহি পদম্‌ ।।
জয় বেদবিদাম্বর গোপবধুপ্রিয়, বৃন্দাবনধন দেহি পদম্‌ ।
জয় সত্যসনাতন দুর্গতিভঞ্জন, সজ্জনরঞ্জন দেহি পদম্‌ ।।
জয় সেবকবৎসল করুণাসাগর, বাঞ্ছিতপূরক দেহি পদম্‌ ।
জয় পূতধরাতল দেবপরাৎপর, সত্ত্বগুণাকর দেহি পদম্‌ ।
জয় গোকুলভুষণ কংসনিসূদন, সাত্বতজীবন দেহি পদম্‌ ।
জয় যোগপরায়ণ সংসৃতিবারণ, ব্রহ্মনিরঞ্জন দেহি পদম্‌ ।